‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৭ মার্চ ২০২৪

১২:৪৪:৫০ PM
1447154

পাল্টা প্রতিশোধ নিতে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়লো হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের একটি জরুরি কেন্দ্রে ইসরাইলের বর্বর সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করার পর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মানার হিজবুল্লাহর সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে, হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তের কাছে কিরআত শিমোনা শহরের একটি সামরিক ব্যারাকে কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালায়। এতে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, অন্তত ত্রিশটি রকেট লেবানন থেকে ছুটে গিয়ে কিরআত শিমোনা সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

রিপোর্টে বলা হয়েছে, এসব রকেট ওই ব্যারাকের কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। ইসরাইলের সামরিক বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের কমান্ড সেন্টার এই কিরআত শিমোনা ব্যারাকে অবস্থিত।

এর আগেই ইহুদিবাদী ইসরাইলের সেনারা দক্ষিণ লেবাননের হাব্বারিয়া গ্রামের একটি জরুরি কেন্দ্রে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত সাতজন চিকিৎসাকর্মী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।#

342/