‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৭ মার্চ ২০২৪

১২:৪৬:১০ PM
1447155

ফিলিস্তিনি জাতি ইসরাইলের ওপর বিজয়ী হবে: ইসরাইলের সন্ত্রাসী তালিকায় থাকা আন-নাখালা

ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী তালিকায় থাকা ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গতকাল (মঙ্গলবার) তেহরানের আজাদী স্টেডিয়ামে এক লাখ ইরানি জনতার সমাবেশে ফিলিস্তিনী জাতির প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমর্থনের জন্য জিয়াদ আন-নাখালা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন: ফিলিস্তিনি জাতি কুরআন, ইসলাম এবং ইরানের সমর্থনে ইহুদিবাদীদের ওপর জয়ী হবে।

ওই অনুষ্ঠানে জিয়াদ আন-নাখালা বলেন: পবিত্র কুরআন মুসলমানদের ঐক্যবদ্ধ করেছে এবং ইরানের জনগণ ফিলিস্তিনিদের কাছে প্রিয় বলেও তিনি মন্তব্য করেন।

গতকাল (মঙ্গলবার) তেহরানের আজাদী স্টেডিয়ামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হাসান মোজতবা (আ.)-এর জন্মবার্ষিকীতে প্রায় ১ লক্ষ মানুষের সমাবেশ ঘটে। শিয়াদের দ্বিতীয় ইমাম স্মরণে 'ইমাম হাসানি কোরানের মাহফিল' নামে বিশাল ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াহ গতকাল (মঙ্গলবার) ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি ফিলিস্তিন ইস্যুতে বিশেষ করে গাজার জনগণের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলির পূর্ণ সমর্থনে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে মজলুম ফিলিস্তিনি জনগণের ওপর নতুন করে গণহত্যা শুরু করে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তাদের হামলায় ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ৭৪ হাজারেরও বেশি আহত হয়েছে।#

342/