‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩১ মার্চ ২০২৪

২:৫১:৩৮ PM
1447983

তেহরানে ইসলামি জিহাদের প্রতিনিধিদলের সঙ্গে হামাস নেতার সাক্ষাৎ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের একটি প্রতিনিধি দলের সাথে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন। ইসলামি জিহাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব জিয়াদ আল-নাখালা।

গতকাল (শুক্রবার) হামাস এক বিবৃতিতে বলেছে, বৈঠকে গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ এবং এ সম্পর্কিত ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়। দুই সংগঠনের প্রতিনিধি দলই ইসরাইলি আগ্রাসনের মুখে প্রতিরোধকামী সংগঠনগুলো এবং গাজার জনগণের প্রশংসা করেছে।

এছাড়া, দুই নেতা আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। তারা জোর দিয়ে বলেন, যেকোনো পরোক্ষ আলোচনার সাফল্য চারটি বিষয়ের ওপর নির্ভর করে। বিষয় চারটি হচ্ছে- আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার সেনা সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তন এবং বন্দি বিনিময়সহ গাজার লোকজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশের সুযোগ দেয়া।#

342/