‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৩ এপ্রিল ২০২৪

৮:১৪:৩৫ PM
1448756

দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার তীব্র নিন্দা জানাল হামাস

সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবারের ওই হামলায় ইরানের সাত সামরিক উপদেষ্টা শহীদ হন।

হামাসের সামরিক বাহিনী- ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কে সোমবার ইসরাইলি হামলায় ইরানি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা জাহেদির শাহাদাতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী করার কাজে মোহাম্মাদ রেজা জাহেদি অনন্য ভূমিকা পালন করেছিলেন যা প্রশংসার দাবি রাখে। কাসসাম ব্রিগেডের বিবৃতিতে দামেস্কে ইসরাইলি হামলাকে আন্তর্জাতিক আইনের পাশাপাশি সিরিয়া ও ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ঘটনায় তেল আবেব বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য হামাসের বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল তার আগ্রাসনের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছে।

এদিকে ইরান ওই হামলার ‘কঠোর জবাব’ দেয়ার হুমকি দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সাহসী ইরানি জনগণ নির্ঘাত ইসরাইলকে শাস্তি দেবে। তেল আবিব সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের হত্যা করার যে পদক্ষেপ নিয়েছে সেজন্য তাকে অনুতাপ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।।#

342/