‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৪ এপ্রিল ২০২৪

১:৪৮:০০ PM
1449002

‘আশ-শিফা হাসপাতালের রোগীরা মৃত্যু-ঝুঁকির মুখে, তাদের সরিয়ে নেয়া দরকার’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেবরিয়াসুস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষতিগ্রস্ত আশ-শিফা হাসপাতালের রোগীরা মৃত্যুর ঝুঁকির মুখে রয়েছে, তাদেরকে জরুরিভিত্তিতে সেখান থেকে সরিয়ে নেয়া দরকার।

গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে তেদ্রোস আধানম একথা বলেন। তিনি বলেন, ইসরাইলি সেনাদের দুই সপ্তাহের অভিযানে আশ-শিফা হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার পরিস্থিতি নিতান্তই বিপর্যয়কর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আশ-শিফা হাসপাতালের রোগীদের জরুরিভিত্তিতে সরিয়ে না নেয়া হলে তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে। আশ-শিফা হাসপাতালে যে পরিস্থিতি তাতে সেখানকার রোগীদের অনেকের পক্ষেই হাসপাতালের সেবা পাওয়া সম্ভব নয়; আবার অনেককে সরিয়ে নেয়াও কঠিন। হাসপাতালটিতে ইসরাইলি বাহিনীর বর্বর অভিযানের ক্ষয়ক্ষতিতে বিস্ময় প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

আশ-শিফা হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল যেখানে সাড়ে সাতশ শয্যা, ২৬টি অপারেশন রুম, ৩২টি ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং একটি ডায়ালাইসিস সেন্টার রয়েছে। এছাড়া, এই হাসপাতালে আছে একটি গবেষণাগার।

গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরাইল দাবি করে আসছে, আশ-শিফা হাসপাতালকে হামাস যোদ্ধারা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে।#

342/