‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ এপ্রিল ২০২৪

২:০৯:৫৭ PM
1449727

হাবিবে ক্বালবি বা 'হে প্রিয় আমার' শীর্ষক গানের লিরিক্স ও ভিডিও

ফার্সি, আরবি ও ইংরেজি-এই তিনটি ভাষায় গাওয়া ইরানের সঙ্গীত শিল্পী এহসান ইয়াসিনের 'হাবিবে ক্বালবি' বা 'হে প্রিয় আমার' শীর্ষক গানের লিরিক্স ও ভিডিও।

ফার্সি, আরবি ও ইংরেজি-এই তিনিটি ভাষায় গাওয়া গানটির শেষ বাক্য: সুন্দর দিনগুলো খুব কাছেই। এহসান ইয়াসিনের 'হাবিবে ক্বালবি' বা 'হৃদয়ের প্রিয় আমার' শীর্ষক এই গানে ফিলিস্তিনি জনগণের প্রতি তার গভীর মমত্ববোধ ও দরদ ফুটে উঠেছে। প্রতিভা অনুসন্ধান বিষয়ক ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান 'আসরে জাদিদ'  বা 'নবযুগ'-এ তার এই গান পরিবেশনের পর তিনি বেশ বিখ্যাত হয়ে ওঠেন।

এহসান ইয়াসিনের মতে ফিলিস্তিনি জনগণের যেসব ব্যথা ও বেদনা রয়েছে তা পুরোপুরি তুলে ধরার মত ভাষা ব্যবহারের সাধ্য তার নেই। দখলদার ইহুদিবাদী ইসরাইল যেসব বোমা ফিলিস্তিনি জনগণের ওপর ফেলছে সেসবকে বৃষ্টি বর্ষণের মত ব্যাপক হিসেবে তুলনা করেছেন তিনি। তার মতে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এই ঐতিহাসিক ভূমির জনগণের ঈমান থেকে উৎসারিত। ইরানি গায়ক ইয়াসিন এই গানটির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ঘোষণার পাশাপাশি শিগগিরই তাদের জন্য খুব সুন্দর দিন ও উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে বলে উল্লেখ করেছেন।

গানটির কথার অনুবাদসহ মূল ভিডিওটি এখানে দেয়া হল:

কোনো শব্দই পারে না তুলে ধরতে তোমার দরদগুলো
কিন্তু তুমি আবারও জেগে উঠবে
হায় আমি যদি পারতাম লুকিয়ে রাখতে তোমায় আমার হৃদয়ে 
যখন বোমাগুলো বর্ষিত হয় বৃষ্টির মত  
জানি আমি তোমার নিঃশ্বাস হয়নি নিঃশ্বেষ
 কারণ সব সময়ই ঈমানকে রেখেছ সজীব 
আল্লাহ দেখছেন সবকিছুই তাই 
তোমার শক্তি তিনি সব সময়ই
হে হৃদয়ের প্রিয় আমার চোখের আলো
 নও তুমি নিঃসঙ্গ
আমরা দাঁড়াবো পাশে এসে তোমার
হে হৃদয়ের প্রিয় আমার চোখের আলো
আমরা একসঙ্গেই দেখব সূর্যের আলো
সুন্দর দিনগুলো খুব কাছেই।


342/