আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি ইরানের রাষ্ট্রপতি শহীদ আয়াতুল্লাহ রাইসি এবং তাঁর সফরসঙ্গীদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল (মঙ্গলবার ২২শে মে ২০২৪) ইরানের পবিত্র কোম শহরে আনা হয়। এ সময় কোম এবং এর আশেপাশের এলাকা থেকে আগত লাখো জনতা শহীদ আয়াতুল্লাহ রাইসি’কে অশ্রু সজল চোখে শেষ বিদায় জানায়। উল্লেখ্য ৩ সপ্তাহ আগে শহীদ রাইসি কোম সফরে এসেছিলেন।#

২২ মে ২০২৪ - ০৩:৫৫