আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট শহীদ আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের জানাযার নামাজ গতকাল (বুধবার) রাজধানী তেহরানে অবস্থিত ‘তেহরান বিশ্ববিদ্যালয়ে’ দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী’র ইমামতি সম্পন্ন হয়েছে। জানাযার নামাযের পর শহীদদের মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আযাদি স্কয়ার পর্যন্ত বহন করা হয়। এ সময় তেহরানের আপামর জনতা চোখের পানিতে শহীদদেরকে বিদায় জানায়।#
২৩ মে ২০২৪ - ১৪:২৬
News ID: 1460720