আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি ইরানের শহীদ রাষ্ট্রপতি আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি ও তাঁর শহীদ সফরসঙ্গীদের স্মরণে বিশেষ শোক সভা গতকাল (শুক্রবার, ২৪ মে) রাজধানী ঢাকায় অবস্থিত হোসনি দালান ইমামবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমআ অনুষ্ঠিত ঐ স্মরণ সভায় বক্তব্য রাখেন আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন উস্তাদ হাজ শাহাবুদ্দীন মাশায়িখি রাদ এবং বাংলাদেশ ইমামিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম হাজ সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভি।#
২৫ মে ২০২৪ - ০৮:৫৫
News ID: 1461100