সূত্র : ABNA
বুধবার
১২ জুন ২০২৪
১:৪৩:১৯ AM
1464864
মানহ্যাটনে ইসরাইল বিরোধী বিক্ষোভে (সচিত্র)
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): বিপুল সংখ্যক ফিলিস্তিন সমর্থকদের উপস্থিতিতে, মেট্রো, জাকুতি পার্কসহ নিউইয়র্কের ম্যানহাটনের বিভিন্ন অংশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের অসহায় জনগণের উপর ইসরাইলি হামলা বন্ধের দাবি জানায়। এই বিক্ষোভ চলাকালে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।#