সূত্র : ABNA
বুধবার
১৪ আগস্ট ২০২৪
২:১৪:১২ AM
1478507
আহলে বাইত সংশ্লিষ্ট কবিতা বিষয়ক সভা (সচিত্র)-১
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) সংশ্লিষ্ট কবিতা বিষয়ক বিশেষ সভা গতকাল (মঙ্গলবার, ১৩ই আগস্ট) আহলে বাইত (আ.) বার্তা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। আরবাঈনে হুসাইনি (আ.) বিষয়ে অনুষ্ঠিত এ সভা বার্তা সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উস্তাদ মুর্তাযা হায়দার আলে কাসীরসহ ইরান, ইরাক ও সিরিয়ার সনামধন্য কবিগণ এতে উপস্থিত ছিলেন।#