‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৪ সেপ্টেম্বর ২০২৪

৩:২২:০৬ PM
1488102

লেবাননজুড়ে ইসরাইলের ব্যাপক বিমান হামলা, ৫ শতাধিক শহীদ, আহত সহস্রাধিক

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইহুদিবাদী ইসরাইল লেবাননের ওপর ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে যাতে কমপক্ষে ৫ শতাধিক ব্যক্তি শহীদ এবং এক হাজারেরও বেশী মানুষ আহত হয়েছেন।

 

হতাহতদের মধ্যে বহু নারী, শিশু এবং জরুরি বিভাগের কর্মী রয়েছেন। লেবাননের গণমাধ্যমগুলো বলছে, দেশের দক্ষিণাঞ্চলের সমস্ত শহর এবং গ্রামে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে। এছাড়া, বেকা উপত্যকাসহ লেবাননের পূর্বাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরাইল।

লেবাননের সূত্রগুলো জানিয়েছে, সীমান্ত থেকে ১২৫ কিলোমিটার ভেতরে ঢুকে ইসরাইলের যুদ্ধবিমানগুলো এই তাণ্ডব চালিয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যম দাবি করেছে।

এদিকে, ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, তাদের সেনারা লেবাননের বিরুদ্ধে আরো ব্যাপক এবং নিখুঁত হামলা চালাবে এবং নিকট ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকবে। #