‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : hareetz
সোমবার

৭ অক্টোবর ২০২৪

৭:০১:২৪ PM
1492562

অনিশ্চিত ভবিষ্যত ও পরিচিতির সংকটে বাড়ছে ইহুদিবাদীদের উল্টো অভিবাসন

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, এই অবৈধ রাষ্ট্র থেকে উল্টো অভিবাসনের পরিমাণ দিন দিন বাড়ছে।

ইহুদিবাদী জরিপ সংস্থা ‘কানতার’ সম্প্রতি গোটা ইসরাইল জুড়ে একটি জনমত জরিপ চালিয়েছে। ওই জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ইসরাইলে বসবাসরত ইহুদিবাদীদের এক চতুর্থাংশ গত এক বছরে এই অবৈধ রাষ্ট্র ত্যাগ করার কথা চিন্তাভাবনা করেছে। পার্সটুডে জানিয়েছে, ইসরাইলি টিভি চ্যানেল ‘কান’ এক রিপোর্টে বলেছে, ইসরাইল থেকে ইহুদি অভিবাসীদের নিজ নিজ পিতৃভূমিতে ফিরে যাওয়ার প্রবণতা গত বছরের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের আগেই অনেক বেশি বেড়ে গিয়েছিল। এছাড়া, গত এক বছরে যারা ইসরাইল ছেড়ে চলে গিয়েছে তাদের সংখ্যা যারা অভিবাসনের মাধ্যমে ইসরাইলে এসেছে তাদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

ইহুদিবাদী পত্রিকা হারেতজ গত শনিবার এক রিপোর্টে স্বীকার করেছে যে, বিগত কয়েক মাসে দুই হাজার ১৯০ ব্যক্তি ইসরাইল ছেড়ে পালিয়ে গেছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, পালিয়ে যাওয়া ইহুদিবাদীদের ইসরাইলে ফিরে আসার কোনো পরিকল্পনা নেই এবং তারা হল্যান্ডসহ অন্যান্য দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ইসরাইল বিরোধী আল-আকসা তুফান অভিযান শুরুর সময় থেকে গত এক বছরে ইসরাইল থেকে ইহুদি অভিবাসীদের উল্টো অভিবাসনের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে গেছে। ইসরাইলের অর্থনৈতিক করুণ দশা, অধিকৃত ভূখণ্ডে নিরাপত্তাহীনতা ও ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটি তাদের পিতৃপুরুষদের আবাসস্থল না হওয়ার কারণে ইহুদিবাদীরা পরিচিতি সংকটের কারণে এই ভূখণ্ড ছেড়ে চলে যাচ্ছে। বিষয়টি ইসরাইলি কর্মকর্তাদের ভাবিয়ে তুলেছে।#

342/