তেহরানে জাপানের দূতাবাস কর্তৃক আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন: সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের লক্ষ্য হলো ইরানের জনগণকে জাপানের সাথে আরও পরিচিত করে তোলা এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও সম্প্রসারিত করা। পার্সটুডে আরও জানায়, দু'দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে তেহরানে জাপানের রাষ্ট্রদূত বলেছেন: তেহরানে যাওয়ার আগে ইরান সম্পর্কে আমার ভিন্ন ধারণা ছিল। ইরানে আসার পর এদেশের চেহারা দেখে আমি বিস্মিত হয়েছি।
সুকাদা তামাকি আরও বলেন: ইরান ভ্রমণে আরও বেশি পর্যটক আগ্রহী হবে কারণ ইরানের অনেক মূল্যবান ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। ইউনেস্কোতে নিবন্ধিত সবচেয়ে বেশি সংখ্যক সাংস্কৃতিক ঐতিহ্য ইরানের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।#
342/