২৫ নভেম্বর ২০২৪ - ১৮:২৮
ইমাম খামেনেয়ীর পক্ষ থেকে তিনটি বইয়ের প্রশংসাপত্র প্রদান ও ইউরোপের বাজারে একটি নতুন ইরানি উপন্যাস প্রকাশ

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে তিনটি বইয়ের প্রশংসাপত্র প্রদানের অনুষ্ঠান, বেলগ্রেডের বাজারে ইরানি উপন্যাস ‘ফারাঙ্গিস’ এর অনুবাদ প্রকাশ এবং মালয়েশিয়ায় ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক বই প্রকাশ ছিল চলতি সপ্তাহে ইরানের সাংস্কৃতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবর।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী যে তিনটি বইয়ের জন্য প্রশংসাপত্র লিখেছেন সেগুলো হচ্ছে, ‘বিশ বছর ও তিন দিন’, ‘তোমার সঙ্গে রয়েছি’ এবং ‘মাজিদ বারবারি’। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের ‘বাহমান’ প্রকাশনা সংস্থায় এক অনুষ্ঠানে ওই প্রশংসাপত্রগুলো উন্মোচন করা হয়। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, বিশ বছর ও তিন দিন শীর্ষক বইটিতে শহীদ ইরানি যুবক সাইয়্যেদ মোস্তফা মূসাভির জীবনী ও সাহসিকতা তুলে ধরা হয়েছে। ‘তোমার সঙ্গে রয়েছি’ বইটিতে রয়েছে অপর ইরানি শহীদ মোর্তজা আব্দুল্লাহিরর জীবনের নানা ঘটনা এবং ‘মাজিদ বারবারি’ বইটিও লেখা হয়েছে ২৮ বছর বয়সি ইরানের আরেক শহীদ মাজিদ কোরবানখানির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে।

আর্মেনিয়ায় ইরানের দু’টি শিশুতোষ বই প্রকাশের অনুষ্ঠান

সম্প্রতি মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়ায় দু’জন ইরানি লেখকের লেখা দু’টি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে। এর একটি বইয়ের নাম ‘দৈত্যর ছায়া’ যেটি লিখেছেন আব্বাস জাহাঙ্গিরিয়ান এবং অপরটির নাম ‘প্রতি বুধবারের জন্য ঘণ্টা’ যেটি লিখেছেন ফরহাদ হাসানজাদে।

আর্মেনিয়ার শিশুতোষ বইয়ের পাবলিক লাইব্রেরির সহযোগিতায় বই দু’টি প্রকাশ করেছে আর্মেনিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র। ফার্সি ভাষায় লিখিত বই দু’টি আর্মেনীয় ভাষায় অনুবাদ করেছেন দেশটির প্রখ্যাত অনুবাদক গিওর্গ আসাতুরিয়ান। ইরান ও আর্মেনিয়ার জনগণের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে বই দু’টি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

বেলগ্রেডের প্রকাশনা বাজারে ইরানি উপন্যাস ‘ফারাঙ্গিস’ প্রকাশ

সার্বিয়ার প্রকাশনা সংস্থা ‘অ্যাগনোসিয়া’ সম্প্রতি ইরানি উপন্যাস ‘ফারাঙ্গিস’ প্রকাশ করেছে।

বইটির লেখক ফারাঙ্গিস হায়দারপুর তার উপন্যাসে ইরানের পশ্চিম সীমান্তে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের নেতৃত্বাধীন আগ্রাসনের দিনগুলোর ঘটনাবলী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বইটি সার্ব ভাষায় অনুবাদ করেছেন দেশটির প্রখ্যাত অনুবাদক নারমিন হুজিচ।

তাঞ্জানিয়ায় ‘শিরাজি বংশ’ বইয়ের প্রকাশনা উৎসব

সম্প্রতি তাঞ্জানিয়ার ইরানি সাংস্কৃতিক কেন্দ্র ‘শিরাজি বংশ’ শীর্ষক একটি বই প্রকাশ করেছে।

বইটিতে চারটি অধ্যায় রয়েছে এবং এগুলোতে ‘ইরান ও পূর্ব আফ্রিকার মধ্যে সম্পর্কের পটভূমি’, ‘পূর্ব আফ্রিকায় শিরাজিদের অভিবাসন’, ‘তানজানিয়ায় শিরাজিদের দৃশ্যমান ও অদৃশ্য ঐতিহ্য’ এবং ‘উপসংহার’ বর্ণিত হয়েছে। মূল বইটি ফার্সিতে লেখা হলেও তাঞ্জানিয়ায় এটি ইংরেজি ভাষায় মুদ্রিত ও প্রকাশিত হয়েছে।

মালয়েশিয়ায় ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক বই প্রকাশ

পার্সটুডে- সম্প্রতি মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে। বইটি সংকলন করেছেন মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশনস কনসালটেটিভ কাউন্সিলের (মাপিম) চেয়ারম্যান আজমি আব্দুল হামিদ।

অভ্যন্তরীণভাবে ইহুদিবাদী ইসরাইলের ধসে পড়ার সম্ভাব্য কারণ নিয়ে বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদরা যেসব নিবন্ধ রচনা করেছেন বইটি মূলত সেসব নিবন্ধের সংকলন। পার্সটুডে ফার্সির রিপোর্ট অনুযায়ী, মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র এবং মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশনস কনসালটেটিভ কাউন্সিলের (মাপিম) যৌথভাবে বইটি প্রকাশ করেছে। #