২৭ নভেম্বর ২০২৪ - ১৮:৫৯
লেবাননের যুদ্ধবিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন ইরানের ৩ ক্রীড়া ব্যক্তিত্ব

পার্স টুডে- ইরানের কুস্তি ফেডারেশনের প্রধান, জাতীয় ফুটসাল দলের প্রধান কোচ এবং ইরানের জাতীয় ফুটবলের সাবেক খেলোয়াড় সম্প্রতি লেবাননের জনগণের প্রতি সহানুভূতি জানাতে সেদেশের যুদ্ধবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।

কুস্তি ফেডারেশনের প্রধান 'আলিরেজা দাবির', জাতীয় ফুটসাল দলের প্রধান কোচ "ওয়াহিদ শামসাই" এবং ইরানের জাতীয় ফুটবল দলের প্রাক্তন জাতীয় খেলোয়াড় "খোদাদাদ আজিজি" বৈরুতের দক্ষিণ শহরতলির যুদ্ধবিধ্বস্ত এলাকা পরিদর্শনকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পার্স টুডে জানিয়েছে, ইরানের ক্রীড়াঙ্গনের এই বিশিষ্ট ব্যক্তিরা দখলদার ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা জানান। তারা লেবাননের শরণার্থী শিবিরে উপস্থিত হয়ে সেখানকার সাথে কথা বলেন এবং শিশু-কিশোরদের সাথে ফুটবল খেলেন।

লেবাননে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরানি জনগণ নগদ অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা পাঠিয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ইহুদিবাদী সেনাবাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে বড় আকারের আক্রমণ শুরু করে। এর প্রতিক্রিয়ায় লেবাননের হিজবুল্লাহও ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন অঞ্চলের ব্যাপক হামলা চালায়। হিজবুল্লাহর হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরাইল যুদ্ধবিরতির জন্য আমেরিকার শরণাপন্ন হয়। অবশেষে আজ সকাল থেকে ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।#

342/