হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মাহদি ইমানিপুর পোপের কাছে এক শোক বার্তা পাঠিয়ে বলেছেন, ইউসু গিসসো ধর্মগুলোর অনুসারীদের মধ্যে সংলাপের জন্য তার জীবনের পুরো সময় ব্যয় করেছেন। এ সংক্রান্ত সংস্থার নেতৃত্ব দেয়ার সময় বা সম্পাদনার সময় তিনি মানবীয় মর্যাদার বিস্তারে নানা পদক্ষেপ নিয়েছেন বলেও জনাব ইমানিপুর উল্লেখ করেছেন।
তিনি ইরানের ধর্ম সংস্থাগুলোর সঙ্গে গিসসোর সংলাপের প্রচেষ্টা সব সময় স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেছেন একই বার্তায়। #
342/