‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩০ নভেম্বর ২০২৪

৭:১১:০২ PM
1509695

গাজায় ফিলিস্তিনি নির্মূল অভিযান ইহুদিবাদী শিক্ষার্থীদের সরাসরি দেখানো! তেলআবিবের সীমাহীন বর্বরতা!

পার্স-টুডে- ইহুদিবাদী ইসরাইলের তীব্র বোমা-বর্ষণে গাজার ফিলিস্তিনি শিশুদের পুড়ে যেতে দেখা কিংবা ধ্বংসস্তূপের নীচে প্রাণ দিচ্ছে তারা-এমন দৃশ্য সরাসরি প্রচার করা হয়েছে ইসরাইলি শিশুদের জন্য, আর এমন দৃশ্য সরাসরি বা লাইভে দেখতে পেয়ে বেশ আনন্দ উপভোগ করছে ইসরাইলি শিশুরা!

গাজার উপকণ্ঠের বা প্রায় লাগোয়া শহর সেদিরুত। এখানে কথিত শিক্ষা সফরে ইসরাইলি শিশু ও তরুণ ছাত্রদের নিয়ে আনে নানা ইসরাইলি সংস্থা যাতে শৈশব থেকেই অমানবিক শিক্ষা ভালোভাবে পায় ওরা। গাজায় ফিলিস্তিনিদের কিভাবে পাইকারি হারে হত্যা করা হচ্ছে মূলত তা-ই দেখানো হয় এইসব শিক্ষা সফরে। ম্যাথিউ হো, একজন প্রাক্তন আমেরিকান কূটনীতিক, সম্প্রতি এই প্ল্যাটফর্মের কাছাকাছি একটি জায়গায় উপস্থিত ছিলেন এবং এই দৃশ্য থেকে তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন।

ম্যাথিউ হো ইসরাইলি ছাত্রদেরকে শিক্ষা সফরের অংশ হিসেবে এমন দৃশ্য দেখানোর পরিকল্পিত কাণ্ড দেখে গভীরভাবে মর্মাহত হন। তিনি বলেছেন, কুৎসিত ও লজ্জাজনক ব্যাপার হল এটা ছিল এমন একটা স্থান যেখানে এসে ইসরাইলি ছাত্ররা গাজাকে দেখত। তারা পর্যবেক্ষণ প্লাটফর্মে গিয়ে ঠিক সেভাবেই গাজার শিশুদের ওপর বংশ-নিধনযজ্ঞ লক্ষ্য করত যেমন প্লাটফর্ম বানানো হয়েছে কানাডায় নায়াগ্রা জলপ্রপাত দেখার জন্য!

এই মার্কিন কূটনীতিক আরও বলেছেন, আমি যা দেখেছি তা এখনও যথাযথভাবে বর্ণনার ভাষা খুঁজে পাইনি! একদল ইসরাইলি ছাত্র কথিত শিক্ষা সফরের অংশ হিসেবে সেখানে আসে এবং ওরা দুই ঘণ্টা ধরে গাজার ওপর ইসরাইলের পরিচালিত জাতিগত শুদ্ধি অভিযান বা প্রজন্ম নির্মূলের অভিযান দেখেছে! তারা গাজা ও সেখানকার গণহত্যা দেখছিল এবং তারা এ সময় তাদের হাতগুলো উপরে তুলে মুষ্টি প্রদর্শন করছিল ও খুব রোমাঞ্চকর আনন্দ উপভোগ করছিল!

এই মার্কিন কূটনীতিক আরও বলেছেন, ফিলিস্তিনিদের হত্যার দৃশ্যগুলো ছিল খুবই বেদনাদায়ক। নিজের প্রতি ঘৃণা জন্মাবে আপনার, কিন্তু ঘটনাস্থল থেকে অনেক দূরে থাকায় আপনি আর্তনাদ বা চিৎকারগুলো শুনতে পান না, শিশুদের কান্না শুনতে পান না। ইহুদিবাদীদের মতে এখানকার সব কিছুই খুবই দর্শনীয় ঠিক যেন আপনি চলচ্চিত্র দেখে আনন্দ পান! ইসরাইলি জনগণের জন্য এ স্থান বিনোদনের স্থান যেখানে মানবতা উপেক্ষিত। ফিলিস্তিনিদের ওপর গণহত্যা দেখাটা ইসরাইলি স্কুলগুলোর শিক্ষা কর্মসূচির একটি অংশ!

ইসরাইল তার স্কুলগুলোকে সামরিকায়নের বহু চেষ্টা করছে। ইসরাইলি স্কুলগুলোতে প্রতি সপ্তায় দুই থেকে তিনটি ক্লাস বা পাঠ গোয়েন্দা ও নিরাপত্তা বিষয় সংক্রান্ত। গবেষণায় দেখা গেছে, ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠী ইহুদিবাদী শিশুদের ওপর নিরাপত্তা সংক্রান্ত নিজস্ব বিশ্বাসগুলোকে চাপিয়ে দেয়া থেকে এক মুহূর্তের জন্যও বিরত হয়নি। তারা প্রাইমারি স্কুল পর্যায়েই নিজ শিশুদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিয়ে থাকে।

ইহুদিবাদী নেতারা মনে করেন ইসরাইলি জনগণকে সব সময়ই সেনা হিসেবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এ থেকেই বোঝা যায় ইসরাইল তার সমাজের সামরিকায়ন করছে। #

342/