এক্স সোশ্যাল নেটওয়ার্কের ইরানী ব্যবহারকারী ইলহাম আবেদিনি সিরিয়ার দামেস্কে আগুন এবং ধোঁয়ার একটি ছবি প্রকাশ করে লিখেছেন: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইল বোমাবর্ষণ করছে। পার্সটুডে জানায় আবেদিনি আরও বলেন: এই হামলা এমন সময় চালানো হচ্ছে যখন ইহুদিবাদী ইসরাইল তথাকথিত "যুদ্ধবিরতি" সত্ত্বেও দক্ষিণ লেবাননের গ্রামগুলোসহ গাজায় নির্বিচারে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আবেদিনি আরও স্পষ্ট করে বলেছেন: এটাকেই পশ্চিমা মিডিয়া ‘স্বাধীনতা’ বলে অভিহিত করছে!
উল্লেখ্য, সিরিয়া পরিস্থিতি, সন্ত্রাসী এবং সশস্ত্র বিরোধীদের মাধ্যমে দামেস্ক দখলের পর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা করেছেন: ১৯৭৪ সালে গোলান অঞ্চলে সিরিয়া এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যে 'সেপারেশন' চুক্তি হয়েছিল তার পতন ঘটবে। সেইসঙ্গে অধিকৃত গোলানের বাফার জোন ইসরাইলের নিয়ন্ত্রণে চলে আসবে।
এই পদক্ষেপের পর, মিডিয়া সূত্রগুলো ইহুদিবাদী সেনাবাহিনী কর্তৃক সিরিয়ার ভূখণ্ডের একটি এলাকা দখলের ঘোষণা দিয়েছে। সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী দখলদার বাহিনীর অনুপ্রবেশের ছবিও প্রকাশ করেছে মিডিয়াগুলো। কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদীরা সিরিয়ার ভূখণ্ডের ১৪ কিলোমিটার গভীরে প্রবেশ করেছে।#
342/