নূর গবেষণা কেন্দ্র নামের এই প্রতিষ্ঠানের নানা সাংস্কৃতিক তৎপরতা ও এর প্রোডাক্ট বা ফসল পরিদর্শন করেন তাঁরা।
এই প্রতিষ্ঠানের তৈরি করা পবিত্র কুরআনের তাফসির ও কুরআন বিষয়ক নানা তথ্যের যে স্মার্ট সফট-ওয়ার রয়েছে তা এ সংক্রান্ত বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ বা সংগ্রহ যাতে রয়েছে তিন হাজার ৫০০'রও বেশি তাফসিরের বইয়ের খণ্ড। এর নানা দিক ও সুযোগ সুবিধা সফররত পাকিস্তানি সুন্নি আলেমদের কাছে তুলে ধরা হয়।
এই প্রতিষ্ঠানের কুরআন বিষয়ক ওয়েব সাইট থেকে ওই সফট-ওয়ার ব্যবহারসহ এর নানা দিকও ব্যাখ্যা করা হয় এই মেহমানদের কাছে। #
342/