১৮ ডিসেম্বর ২০২৪ - ১৯:২৪
'জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যার শরিক', জার্মান সরকারের পতন ও ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলা

পার্স টুডে- জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যার শরিক বলে মন্তব্য করেছেন ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ইহুদিবাদী ইসরাইলের শতকরা ৯৯ ভাগ অস্ত্র আসছে এই দুই দেশ থেকে- এ কথা সম্প্রতি জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক, আর এরই ভিত্তিতে ওই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এ ছাড়াও আততায়ীর হামলায় মস্কোয় রাশিয়ার একজন জেনারেলের প্রাণহানি, জার্মানির শোলস সরকারের পতন, ইরানের ফারাবি উৎসবে মানবিক শাখার খ্যাতিমান ৯ জন অধ্যাপকের প্রতি সম্মাননা, শীতে আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট পার্সটুডের সাম্প্রতিক কয়েকটি বড় খবর।

মস্কোয় আততায়ীর হামলায় নিহত রুশ জেনারেল

ঘরে তৈরি করা বোমার আঘাতে নিহত হয়েছেন রুশ জেনারেল ইগোর ক্রিলোভ। তিনি ছিলেন রুশ বাহিনীর তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈব প্রতিরক্ষা বিভাগের প্রধান। তার একজন সহযোগীও একই হামলায় নিহত হয়েছেন বলে রাশিয়া টুডে জানিয়েছে।

ইয়েমেনের রাজধানীতে ইঙ্গ-মার্কিন বিমান হামলা

রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, ইঙ্গ-মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের রাজধানী সান্আ'র বেশ কয়েকটি স্থানে বোমা ফেলেছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ওই বোমা হামলার শিকার হয়েছে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে। অন্য কোনো কোনো সূত্র জানিয়েছে যে সান্আয় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলা ইসরাইল চালিয়েছে বলে ইসরাইলের চ্যানেল ফোরটিন দাবি করেছে। ইসরাইলি রেডিও দাবি করেছে ইয়েমেনে আরও হামলা চালানো হবে বলে মনে করা হচ্ছে। এদিকে মার্কিন সেনা-কমান্ড সেন্টকম জানিয়েছে ইয়েমেনের রাজধানীতে দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

জার্মানির শোলস সরকারের পতন

তিন বছর ক্ষমতায় থাকার পর জার্মানির শোলস সরকারের পতন ঘটেছে দেশটির সংসদে অনাস্থা ভোটের শিকার হয়ে। ১৬ ডিসেম্বর সোমবার এই ঘটনা ঘটেছে। দেশটি এখন আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। গভীর অর্থনৈতিক সংকটের কারণেই শোলস সরকারের পতন ঘটেছে বলে মনে করা হচ্ছে। শোলসের সংখ্যালঘু কোয়ালিশন সরকার গঠন করা হয়েছিল বামপন্থী সোশাল ডেমোক্রেট ও গ্রিনস পার্টি নিয়ে। আগাম নির্বাচন হলে দেশটির সংসদে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি জয়ী হবে বলে কোনো কোনো সংবাদ মহল থেকে পূর্বাভাস দেয়া হচ্ছে। আর এই ভবিষ্যদ্বাণী সত্য হলে খুব সম্ভবত দেশটির পরবর্তী চ্যান্সেলর হবেন রক্ষণশীল ডেমোক্রেটিক ইউনিয়ন দলের নেতা ফ্রেডেরিশ মের্জ।

ইরানের ফারাবি উৎসবে মানবিক শাখার খ্যাতিমান ৯ জন অধ্যাপকের প্রতি সম্মাননা

ইসলামী ইরানের রাজধানী তেহরানে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হল ১৫ তম আন্তর্জাতিক ফারাবি উৎসব। এ উৎসবের সমাপনী পর্বে বক্তব্য রেখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতি বছর এই উৎসবের আয়োজন করে ইরানের বিজ্ঞান মন্ত্রণালয়। ইসলামী নানা জ্ঞান-বিজ্ঞান ও মানবিক শাখায় নানা গবেষণা ও অবদানের জন্য এই উৎসবে সম্মাননা জানানো হয় ইরানি ও বিদেশী চিন্তাবিদ ও মনীষীদেরকে।

এ বছর এই উৎসব উপলক্ষে উৎসবটির সচিবালয়ে জমা পড়েছে দুই হাজার ৫৮৫টি প্রকল্প, প্রবন্ধ বা গবেষণা-পত্র। পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে ৩৮টি বিভাগের জন্য। আরবি থেকে ফার্সি ভাষায় অনুবাদে সাফল্যের জন্য খ্যাতিমান ৯ জন অধ্যাপকের প্রতি সম্মাননা জানানোর উদ্যোগ নেয়া হয়। এ ছাড়াও দুটি শিক্ষা ও ধর্মতাত্ত্বিক গবেষণা সমিতিকেও সম্মাননা জানানোর উদ্যোগ নেয়া হয়েছে।

চলতি শীতে আফগানিস্তানে প্রায় দেড় কোটি মানুষের জন্য সহায়তা জরুরি

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, খাদ্য সংকটের কারণে চলতি শীতে আফগানিস্তানে প্রায় দেড় কোটি মানুষের জন্য সহায়তা জরুরি। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি।

জাতিসংঘকে কার্যত অচল করে রেখেছে ইহুদিবাদীরা: ইরান

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামী বলেছেন, জাতিসংঘকে কার্যত অচল করে রেখেছে ইহুদিবাদীরা, কিন্তু তা সত্ত্বেও সত্য ও ন্যায়ের শিবিরকে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে যেতে হবে এবং এটা একটি সুস্পষ্ট দায়িত্ব। সত্য ও ন্যায়ের শিবির ধ্বংস তো হবেই না বরং আগের চেয়েও শক্তিমত্তা ও দৃঢ় মনোবল নিয়ে পথ চলা অব্যাহত রেখে অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় আনবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেছেন।

জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যার শরিক

 ওপরের এই মন্তব্য করেছেন ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র । ইহুদিবাদী ইসরাইলের শতকরা ৯৯ ভাগ অস্ত্র আসছে এই দুই দেশ থেকে- এ কথা সম্প্রতি জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক, আর এরই ভিত্তিতে ওই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। এক্স সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত পাতায় এ মন্তব্য করেছেন তিনি। #