সুরা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের অধীন বিশ্ববিদ্যালয়ের সুবহে রৌশান (উজ্জ্বল সকাল) ছাত্র পরিষদ, আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা ও অন্যান্য শিল্পকলা ও সাংস্কৃতিক সংস্থামূহের সহযোগিতায়, ইমাম মাহদী (আ.) কেন্দ্রীক ‘দার ইন্তেযারে সুবহ’ (প্রভাতের প্রতীক্ষায়) শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে। এ উৎসব তিনটি বিভাগে আয়োজিত হচ্ছে, বিভাগগুলো হলো যথাক্রমে: পোস্টার ডিজাইনিং, লোগো ডিজাইনিং এবং নাটিকার সংলাপ রচনা। এ উৎসব আয়োজনের উদ্দেশ্যসমূহ: ১- ইমাম মাহদী (আ. ফা.) সম্পর্কিত চিন্তাধারা ও তাঁর আগমণের প্রতীক্ষার সংস্কৃতি বর্ণনা ও সম্প্রসারণ। ২- শৈল্পিক ও সাংস্কৃতিক উপকরণের মাধ্যমে মানবতার ত্রাণকর্তার আগমণের ক্ষেত্র প্রস্তুত করা। ৩- ইমাম মাহদী (আ.) এর উপর বিভিন্ন সাংস্কৃতিক ও শিল্পকর্ম প্রস্তুত এবং বিশ্বের সামনে তা তুলে ধরা। ৪- ইমাম মাহদী (আ.) সম্পর্কিত বিভিন্ন বিষয়ে শিল্পীদের মূল্যবান কর্মসমূহকে উপস্থাপনের মাধ্যমে তাদের সৃষ্টিশীল প্রতিভাকে উৎসাহিত করা। শিল্পকলা বিভাগ: ১- পোষ্টার ডিজাইনিং: ৫০×৭০ সেন্টিমিটার, TIFF-CMYK ফরমেট, dpi:300। নিম্নোক্ত যে কোন বিষয়ে পোষ্টার ডিজাইনিং উপস্থাপিত হতে পারে ‘ (ইমাম মাহদী (আ.) এর আবির্ভাবের) আশা ও প্রতীক্ষায়’, ‘কা’বা তাঁর প্রতীক্ষায়’, ‘শান্তি ও ন্যায়বিচার’, ‘বিশ্ব তাঁর প্রতীক্ষায়’, ‘আমার চেতনায় প্রতিক্ষা’, ‘বিশ্বজনীন শাসন’ অথবা ইমাম মাহদী (আ.) এর সাথে সম্পৃক্ত যে কোন বিষয়। বি:দ্র: ডিজাইনকৃত পোষ্টারে উৎসবের নাম উল্লেখ করা অত্যাবশ্যকীয়। ডিজাইনকৃত পোষ্টার info@entezaresobh.ir ঠিকানায় প্রেরণ করতে হবে। ২- লোগো ডিজাইনিং: ৩০×৩০ সেন্টিমিটার, TIFF-CMYK ফরম্যাটে, dpi: 300, A4 সাইজের কাগজে রঙ্গিন প্রিন্টসহ মূল ফাইলের সিডি প্রেরণ করতে হবে। এ বিভাগে শিল্পকর্ম, ইমাম মাহদী (আ.) এর নাম ও উপাধি ফার্সী, ইংরেজি, আরবী ভাষায় প্রস্তুত করা যেতে পারে। অথবা ইমাম মাহদী (আ.) সম্পর্কিত যে কোন বিষয়ের উপর। শিল্পকর্ম info@entezaresobh.ir এ ঠিকানায় প্রেরণ করতে হবে। ৩-নাটকের সংলাপ রচনা: সংলাপ ‘তাঁর আশা ও প্রতীক্ষায়’, ‘প্রতীক্ষায় কা’বা’, ‘প্রতীক্ষায় যুবক’, ‘ বিশ্ব তাঁর প্রতীক্ষায়’, ‘আমার চেতনায় প্রতীক্ষা’ এ সকল বিষয় অথবা ইমাম মাহদী (আ.) সম্পর্কিত যে কোন বিষয়ের উপর হতে হবে। সংলাপটি কমপক্ষে ৪০ মিনিটের হতে হবে। আগ্রহীগণ info@entezaresobh.ir এ ঠিকানায় নিজেদের সংলাপ প্রেরণ করতে পারবেন। উৎসবের সময়সূচী: (১) শিল্পকর্ম পাঠানোর শেষ সময়: ২৫শে জুন ২০১০। (২) লোগো এবং পোষ্টার ডিজানিং নির্বাচিত হবে: ৩-১০ই জুলাই ২০১০। (৩) ক্ষুদ্র সংলাপ নির্বাচন: ১১-১৮ই জুলাই ২০১০। (৪) নির্বাচিত শিল্পকর্মের মেলার উদ্বোধনী অনুষ্ঠান: ১৩ই জুলাই (ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকীতে) (৫) সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান: ২৪শে জুলাই ২০১০ (হযরত আলী আকবার (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী) পুরস্কার:(১) প্রথম পুরস্কার: ৮০০ ইউ এস ডলার। (২) দ্বিতীয় পুরস্কার: ৬০০ ইউ এস ডলার। (৩) তৃতীয় পুরস্কার: ৪০০ ইউ এস ডলার। (৪) চতুর্থ পুরস্কার ২০০ ইউ এস ডলার। প্রতিটি বিভাগ হতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানের অধিকারী প্রতিযোগী ছাড়াও আরো পাঁচজনকে পুরস্কৃত করা হবে। প্রেরিত শিল্পকর্ম সম্পর্কিত বিধিমাল: (১) অংশগ্রহণকারীরা প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৫টি শিল্পকর্ম প্রেরণ করতে পারবেন। (২) প্রেরিত শিল্পকর্ম নির্ধারিত পরিমাপের চেয়ে যদি বেশী অথবা কম হয় তবে তা গ্রহণযোগ্য হবে না। (৩) নির্বাচিত শিল্পকর্মসূহ মেলায় উপস্থাপন করা হবে। (৪) সকল শিল্পকর্ম ‘সুবহে রৌশান’ পরিষদের নিজস্ব সাইটে উপস্থাপন করা হবে। (৫) নির্বাচিত শিল্পকর্মসমূহ গ্রন্থাকারে প্রকাশিত হবে।(৬) উৎসবে অংশগ্রহণকারী সকলকে অংশগ্রহণ শীর্ষক সনদ পত্র দেয়া হবে। (৭) প্রত্যেকটি শিল্পকর্মই ২০০৮ সালের পরে প্রস্তুত হতে হবে। (৮) কোন বিভাগের শিল্পকর্মই পূর্বে কোথাও প্রকাশিত হলে চলবে না। (৯) ‘সুবহে রৌশান’ পরিষদ নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ সকল শিল্পকর্ম ব্যবহারের অধিকার রাখবে। (১০) শিল্পকর্মের পরিচিতি সংক্রান্ত ফরম পূরণ: অংশগ্রহণকারীদের সকলকে অবশ্যই শিল্পকর্মের পরিচিতি সংক্রান্ত ফর্ম পূরণ করে উৎসব আয়োজনকারী পরিষদে প্রেরণ করতে হবে।শিল্পকর্ম পরিচিতি ফর্ম: পূর্ণ নাম: জন্ম তারিখ: শিক্ষাগত যোগ্যতা: শিল্পকর্মের ধরন: ঠিকানা: ইমেইল: