আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার তথ্য প্রচার বিষয়ক মাসিক পত্রিকা গাঞ্জিনেয়ে মাজমা’ প্রকাশিত হয়েছে। নিম্নোক্ত শিরোনামের বিষয়সমূহ এ পত্রিকার অন্তর্ভুক্ত হয়েছে: ’গাঞ্জিনের বাণী: ব্যয় কাঠামোর সংস্কার থেকে অতি উদ্যম ও বাড়তি শ্রম’, নেতার পদাঙ্ক: ইসলামী বিপ্লবের নেতার নববর্ষের বাণী’, ’আল আযহার বিশ্ববিদ্যালয়; চিন্তার নৈকট্য থেকে শিয়াভীতি’, ’শীয়াদের উত্থানের তৃতীয় পর্যায় শীর্ষক তৃতীয় বৈঠকের প্রতিবেদন’, ’প্রতাপ ও সম্মনজনক প্রতিষ্ঠা বিষয়ক দিনব্যাপী সম্মেলনের প্রতিবেদন’, ’হাসী ও কান্না’, ’এক নজরের গত বছর শিয়া বিশ্ব’, ’কুখ্যাত সন্ত্রাসী আব্দুল মালেক রিগীর হাতে বন্দীদের সাক্ষাতকার’ ইত্যাদি। এছাড়া এ সংখ্যায় ইরাকের সাম্প্রতিক নির্বাচন এবং কানাডায় ইসলামী সম্মেলনের বিষয়ে বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। #39230