১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার গবেষণা বিভাগের প্রধান বলেছেন: আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার পক্ষ থেকে দর্শন, কালাম, বিশ্বাস ও বিধানগত পার্থক্য এবং রেজাল শাস্ত্র বিষয়ক ১ হাজার ৫০০ প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার পক্ষ থেকে ১৫০০টি প্রশ্নের উত্তর দেয়া হয়েছে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার গবেষণা বিভাগের প্রধান ‘সাইয়্যেদ মুহাম্মাদ রেজা আলে আইয়ুব’ বলেন: ১৯৯০ সালে এ সংস্থার প্রতিষ্ঠা হওয়ার শুরুতেই এ বিভাগ খোলা হয়েছে এবং তখন থেকেই এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিভাগের সকল গবেষণাকর্ম বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার পর গ্রন্থ বিষয়ক পরিষদের নিকট অর্পন করা হয়। তিনি বলেন: গবেষণামূলক কার্যক্রমগুলো প্রজেক্ট আকারে গবেষকদের হাতে প্রদান করা হয় এবং পুনর্লিখন ও মূল্যায়নের পর টাইপ, সম্পাদনা, পেজ সেট আপ ইত্যাদির কাজ সম্পন্ন করতে তা গবেষণা বিভাগের নিকট অর্পন করা হয়। গবেষণা বিভাগের প্রধান আরো জানান: কোন কোন ক্ষেত্রে রচিত ও সংকলিত গবেষণা গ্রন্থ পর্যালোচনা বিভাগে প্রেরণ করা হয়। অতঃপর সেটার মান যাচাইয়ের পর বই আকারে প্রকাশিত হয়। জনাব আলে আইয়ুব আরো জানান: আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার গবেষণা বিভাগ পাঁচটি বিভাগে বিভক্ত; সেগুলো হচ্ছে: রচনা (সংকলন), গবেষণা, সারসংক্ষেপ লেখা, গ্রন্থসত্ত্ব ক্রয় এবং প্রশ্নোত্তর বিভাগ। তিনি বলেন: কোন কোন গবেষণাকর্মের অধিক সূত্র উল্লেখ ও বিস্তারিত বিবরণ দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে গবেষণা বিভাগ এ কাজ সম্পন্ন করে। তিনি সার-সংক্ষেপ লিখন বিভাগের কথা উল্লেখ করে বলেন: যে সকল গ্রন্থ পরিসরের দিক থেকে খুবই ব্যাপক, সেগুলোকে বিষয়বস্তু ও রচনার উদ্দেশ্য ঠিক রেখে সংক্ষিপ্ত করা হয়। গবেষকগণ এ সংস্থার সাথে বই প্রকাশ করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে বই প্রকাশ করে থাকেন বলে তিনি উল্লেখ করেন। তিনি এ পর্যন্ত এ সংস্থার প্রশ্নোত্তর বিভাগ কর্তৃক এক হাজার ৫ শতেরও বেশী প্রশ্নের উত্তর দেয়ার কথা উল্লেখ করে বলেন: যারা প্রশ্ন করতে আগ্রহী, তারা এ সংস্থার ই-মেইল অথবা টেলিফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। এ ক্ষেত্রে দু’টি টেলিফোন নাম্বারের; (+৯৮-২৫১) ২১৩১২৮০ অথবা (+৯৮-২৫১) ২১৩১৩৯৭ যে কোন একটিতে যোগাযোগ করতে পারেন। তিনি প্রশ্নের বিষয়বস্তুর কথা উল্লেখ করতে গিয়ে বলেন: তাফসীর, কোরআন শাস্ত্র, হাদীস শাস্ত্র, দর্শন ও কালাম, নৈতিকতা ও আধ্যত্মিকতা, ইতিহাস ও জীবনী, ইসলামী মাযহাবসমূহ, রেজাল শাস্ত্র, ইমামত ও নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।