১৮ অক্টোবর ২০১০ - ২০:৩০

‘গাঞ্জিনেয়ে মাজমা’ পত্রিকার নতুন সংখ্যা আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার জনসংযোগ বিভাগের উদ্যোগে প্রকাশিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ‘গাঞ্জিনেয়ে মাজমা’ শিরোনামে প্রকাশিত আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা সংস্থার জনসংযোগ বিভাগের সংবাদ বিষয়ক পত্র্রিকার ৩৮, ৩৯ ও ৪০নং সংখ্যা এক খণ্ডে প্রকাশিত হয়েছে।

‘পা বে পায়ে বেলায়েত’ (বেলায়েতের পদাংক অনুসরণে) শিরোনামে সেবক ও সেবিকাদের মাঝে ইসলামী বিপ্লবের মহান রাহবার আয়াতুল্লাহ খামেনেয়ী’র বক্তব্য, হিজাব ও পবিত্রতা বিষয়ে হুজ্জাতুল ইসলাম মুহসেন আরাকি ও সৈয়দ আহমাদ খাতামী’র বক্তব্য, ইওনা’র (international women news agency [IWNA]) কর্মকর্তাদের আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিবে’র সাথে সাক্ষাত ইত্যাদি শিরোনাম ‘গাঞ্জিনেয়ে মাজমা’র এবারের সংখ্যায় স্থান পেয়েছে।

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌ বহরে জায়নবাদী ইসরাইলী হামলার বিষয়ে যে সকল লেখা প্রকাশিত হয়েছে তন্মধ্যে ‘আযাদী নৌবহর বন্দী’, ‘ইসলামী বিপ্লবের মহান রাহবারের বাণী’, ‘আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার আবেদন’, ‘ত্রাণবাহী নৌ বহরের বন্দীদের প্রতি আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিবের চিঠি’, ‘তেহরানে ত্রাণবাহী নৌ বহরে শহীদগণের স্মরণসভা অনুষ্ঠিত’, ‘লেবাননের হিজবুল্লাহ প্রধানের প্রতিক্রিয়া’ ইত্যাদি লেখা উল্লেখযোগ্য।

এ ছাড়া ‘দোখাতারানে আফতাব’ শীর্ষক উৎসবের একটি বিশেষ সংখ্যা এর সাথে সংযোজিত হয়েছে। এতে রয়েছে, ভূমিকা, অনুষ্ঠানসূচী, বক্তৃতাসমূহ, প্রবন্ধসমূহ, সাক্ষাতকারসমূহ, সমাপনী অনুষ্ঠান ইত্যাদি।

উক্ত বিশেষ সংখ্যায় যে সকল লেখা স্থান পেয়েছে তন্মধ্যে:

-সিয়াভাশ পুর তাহমাসেবী, শাপুর নুর আযার ও আযার তাজুর রচিত ‘হিজাব সংস্কৃতি প্রচারের ক্ষেত্রে প্রচার মাধ্যমের ভূমিকা এবং এর বাস্তবায়নের পদ্ধতি’;

-লেইলা ও মুস্তফা নাসেরী রচিত ‘ফিকাহ শাস্ত্র, ইতিহাস ও আন্তর্জাতিক আইনে হিজাব’ উল্লেখযোগ্য।

এছাড়া সাঈদ মাসউদী পুর, যোহরা সাদাত মীর মোকতাদাঈ, সাহার গাফফারিয়ান, ফাতেমা ইসফান্দিয়ার, যাহরা ইউসোফিয়ান, মুহাম্মাদ সালেহ হাশেম যাদেহ, মানসুরেহ ফাসীহ রামদী, আলী আকবার শায়েস্তে নেজাদ, মার্জিয়া মুহাম্মাদ খানী প্রমূখের রচিত প্রবন্ধ এ বিশেষ সংখ্যায় স্থান পেয়েছে।#64153