আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের রুশ সদস্য ‘ফামিল জাফারোভ’ এক বিবৃতি প্রদান পূর্বক সৌদি আরব ও বাহরাইনের একীভূত হওয়ার নিন্দা জানিয়েছেন।
উক্ত বিবৃতি নিম্নরূপ :
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাহরাইনের সম্মানিত মুসলমানদের উপর সালাম হোক!
আমরা বৃহৎ রাশিয়ার শিয়ারা বাহরাইনের নিরীহ জনগণের উপর সৌদি আরবের আগ্রাসনের বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর রাখছি এবং তাদের কর্তৃক বাস্তবায়িত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মসূচী সম্পর্কেও ওয়াকিবহাল। মস্কোর শিয়াদের ধর্মীয় সংস্থা তাদের নৃশংস পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে স্বৈরাচারী আলে সৌদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করছে যেন তারা বাহরাইনের স্বাধীন দেশ ও এদেশের মুসলমানদের উপর হতে হাত তুলে নেয় এবং মুসলমানদের অধিকার আদায়ের দাবীতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলে দমনমূলক আচরণ বন্ধ করে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শুধুমাত্র বাহরাইনের জনগণের এ অধিকার রয়েছে যে, গণভোটের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
আর যে সকল রক্ত স্বৈরাচারী আলে সৌদ ও বাহরাইন সরকার কর্তৃক অন্যায় ভাবে ঝরেছে তা কিয়ামতের দিন এ জাতির সত্যতার পক্ষে দলীল স্বরূপ হবে।
ফামিল জাফারোভ,
(আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও মস্কোর শিয়াদের ধর্মীয় সংস্থার প্রধান)