২২ অক্টোবর ২০১৩ - ২০:৩০
News ID: 474822

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দেরায়াতুস সাকালাইন স্মার্ট সফ্টওয়্যারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা লুতফুল্লাহ সাফী গুলপায়গানী, মারজাগণের প্রতিনিধিবৃন্দ, হাওযা ইলমিয়ার শিক্ষকগণ ও সাংস্কৃতিক সংস্থাসমূহের কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার (২২শে অক্টোবর) সকালে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।