‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
রবিবার

২৫ মে ২০১৪

২:৫৩:১৮ PM
611256

মহানবী (স.) গ্রান্ড প্রাইজ ফেস্টিভ্যালের সংবাদ ;

ইসলামের উপর আঘাত হানতে চায় জায়নবাদীরা : স্প্যানিশ চিন্তাবিদ

স্প্যানিশ চিন্তাবিদ বলেছেন : জায়নবাদীরা সর্বদা ইসলামের উপর আঘাত হানার চেষ্টায়রত এবং এ বিষয়টি কারো অজানা নয়। এ ষড়যন্ত্রের বিপরীতে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তেহরানের হোটেল লালেহ’তে অনুষ্ঠেয় মহানবী (স.) শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে স্প্যানিশ চিন্তাবিদ ‘মুনেল গারায়ানা’ বলেছেন : এটা আমার প্রথম ইরান সফর। এ ধরনের সভার আয়োজন সত্যিই বিশেষ প্রভাবের অধিকারী এবং ইসলামি বিষয়াদির প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন : জায়নবাদীরা সর্বদা ইসলামের উপর আঘাত হানার চেষ্টায়রত এবং এ বিষয়টি কারো অজানা নয়। এ ষড়যন্ত্রের বিপরীতে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
স্প্যানিশ এ চিন্তাবিদের সংযোজন : স্পেনে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। মূলতঃ এর নেপথ্যে রয়েছে উদারতাবাদ (বা লিবারালিসম)। উদারতাবাদীরা জনগণের জন্য সমস্যা সৃষ্টি ব্যতীত আর কোন কাজ করতে পারেনি।
তিনি বলেন : বেকারত্বের বিরুদ্ধে বিক্ষোভও করেছে স্পেনের জনগণ কিন্তু তাতেও কোন ফল হয়নি। এমনও কিছু লোক রয়েছে যারা এ ধরনের দল টিকিয়ে রাখার জন্য অর্থের যোগান দেয় এবং জনগণকে চাপের মুখে রাখে।
উল্লেখ্য, মহানবী (স.) গ্রান্ড প্রাইজ শীর্ষক ফেস্টিভ্যাল গতকাল (২৪শে মে) ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে।#