‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

৩১ মে ২০১৬

৫:০৪:১০ PM
757538

মাজমা’র মহাসচিবের সাথে ইন্দোনেশিয়ার সুন্নি আলেমদের সাথে সাক্ষাতে

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) মহাসচিব ইন্দোনেশিয়ার সুন্নি আলেমদের উদ্দেশ্যে বলেছেন: এ সফরে আপনারা ইরানের বিভিন্ন শিয়া ও সুন্নি কেন্দ্র পরিদর্শন, ইরানের বিভিন্ন ব্যক্তিত্ব ও মারজাগণের সাথে সাক্ষাত এবং তাদের চিন্তা-চেতনা সম্পর্কে পরিচিত হবেন। দেশে ফিরে এ সকল বিষয় আপনারা আপনাদের দেশের জনগণ ও গুণিজনের উদ্দেশ্যে স্পষ্ট করুন; যাতে ওয়াহাবিদের মিথ্যা প্রচারণার ফলে ইন্দোনেশিয়ার মাজলিসুল উলামার সদস্যদের মাঝে ইরানের বিষয়ে নেতিবাচক যে ধারনার জন্ম হয়েছে তা দূর হয়।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইন্দোনেশিয়ার ‘মাজলিসুল উলামা’র বেশ কয়েকজন সদস্য ও সুন্নি নেতা বর্তমানে ইরান সফর করছেন। এ সফরে গত রোববার (২৯ মে) তারা আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম আখতারি’র সাথে সাক্ষাত করেছেন।

সাক্ষাতের শুরুতে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মুহাম্মাদ হাসান আখতারি’ অতিথিদেরকে স্বাগত জানিয়ে তাদের ইরান সফরে আনন্দ প্রকাশ করেন।

জনাব আখতারি, ইরানের বিভিন্ন মাযহাবের অনুসারিরা শান্তিপূর্ণভাবে জীবন-যাপনভাবে করছে বলে উল্লেখ করেন এবং দায়েশ (আইএসআইএল) ও জিবহাতুন নুসরাহ’র মত সন্ত্রাসী গোষ্ঠিগুলোর বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তাদের কর্মকাণ্ডকে ইসলাম ও মানবতা বিরোধী বলে অভিহিত করেছেন।

মাজমা’র মহাসচিব কয়েকটি কুরআনের আয়াত ও হাদীস উল্লেখের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানে সুন্নি মাযহাবের অনুসারীরা যে সকল সুবিধা ভোগ করে তার কিছু নমুনা উল্লেখ করে বলেন: ইরানে ৪ শতাধিক সুন্নি মাদ্রাসা রয়েছে। অথচ সৌদি আরবে একটি শিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার অনুমতি নেই। এতদসত্ত্বেও কিভাবে মাজলিসুল উলামা’র কিছু সংখ্যক সদস্য শিয়া মাযহাবকে পথভ্রষ্ট এবং বিভ্রান্তকারী বলে মনে করতে পারেন?!

হুজ্জাতুল ইসলাম আখতারি বলেন: এ সফরে আপনারা ইরানের বিভিন্ন শিয়া ও সুন্নি কেন্দ্র পরিদর্শন, ইরানের বিভিন্ন ব্যক্তিত্ব ও মারজাগণের সাথে সাক্ষাত এবং তাদের চিন্তা-চেতনা সম্পর্কে পরিচিত হবেন। দেশে ফিরে এ সকল বিষয় আপনারা আপনাদের দেশের জনগণ ও গুণিজনের উদ্দেশ্যে স্পষ্ট করুন; যাতে ওয়াহাবিদের মিথ্যা প্রচারণার ফলে ইন্দোনেশিয়ার মাজলিসুল উলামার সদস্যদের মাঝে ইরানের বিষয়ে নেতিবাচক যে ধারনার জন্ম হয়েছে তা দূর হয়।

বলবাহুল্য, ইন্দোনেশিয়ার মাজলিসুল উলামা’র কয়েকজন সদস্য ও কয়েকজন সুন্নি নেতা আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা’র আমন্ত্রণে বর্তমানে ইরান সফর করছেন। তারা এ সফরে ইরানের বিভিন্ন ব্যক্তিত্ব ও মারজগণের সাথে সাক্ষাত এবং ইরানের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন।

সুন্নি আলেমদের এ দলটি গতকাল (সোমবার, ৩০ মে) আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ইরানের প্রখ্যাত সুন্নি আলেম ‘মৌলভি ইসহাক মাদানি’র সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।#