আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ১০ই মুহররম ইমাম হুসাইন (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকীতে রক্তদান কর্মসূচী আয়োজিত হয়েছে খুলনা শহরের খালিশপুরে। খালিশপুরে হাওযা-এ-ইলমিয়া সাহেবুজ্জামানের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ রেজা আলী যায়দি’র উপস্থিতিতে এ কর্মসূচী আয়োজিত হয়েছে।

১৩ অক্টোবর ২০১৬ - ১৪:১৫