আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইমাম হুসাইন (আ.) এর পবিত্র শাহাদাতের চেহলাম উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং ইরাকের বিভিন্ন শহর থেকে কারবালায় সমবেত হয় আহলে বাইত (আ.) এর ভক্তরা। ইরাকের নাজাফ শহর থেকে কারবালার ৮৫ কিলোমিটারের দূরত্ব তার পায়ে হেটে পাড়ি দেয় তারা।#
১৯ নভেম্বর ২০১৬ - ০০:৪৭
News ID: 792802