আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইমাম হুসাইন (আ.) ও তাঁর প্রাণপ্রিয় সাথীদের চেহলাম (চল্লিশা) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যশোরের ঐতিহাসিক মুড়লী ইমামবাড়িতে পালিত হয়েছে। এতে যশোর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আহলে বাইত (আ.) এর ভক্তরা অংশগ্রহণ করেন। কুরআন তেলাওয়াত, মার্সিয়া পরিবেশন, বক্তৃতা, শোক মিছিল, তাবারক বিতরণ ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে এ অনুষ্ঠান অব্যাহত থাকে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।#
১৯ নভেম্বর ২০১৬ - ০১:২৩
News ID: 792804