‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

২৮ নভেম্বর ২০১৬

১২:৫৮:৩৯ AM
794754

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ নাকি শাহরুখি খোররাম আবাদি গতরাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ইরানের পবিত্র নগরী কোমের একটি হাসপাতালে গতকাল (রোববার) বিকালে তিনি ইন্তেকাল করেন। দশ দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

আয়াতুল্লাহ শাহরুখি গত কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বহু মানুষের কাছেই আয়াতুল্লাহ শাহরুখি এক পরিচিত নাম।

আয়াতুল্লাহ শাহরুখি ইরানে ইসলামি বিপ্লবের পর গঠিত প্রথম সংসদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি লোরেস্তান প্রদেশ থেকে পরপর দুই বার বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচিত হন। ইসলামি বিপ্লবের আগে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি তিন বার কারাবরণ করেন। ইসলামি বিপ্লবের স্থপতি হজরত ইমাম খোমেনি (রহ.)'রও আস্থাভাজন ছিলেন আয়াতুল্লাহ শাহরুখি।

প্রসঙ্গত, আয়াতুল্লাহ শাহরুখি উল্লিখিত দেশসমূহে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন।#