আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলংকা ও মিয়ানমারের প্রতিনিধি আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদি’র ইন্তিকালে আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঢাকা কার্যালয়ের উদ্যোগে আজ সকালে কুরআন খানির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর ২০১৬ - ১০:৫৫
News ID: 794785