‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৩০ অক্টোবর ২০১৭

১:৩৯:২৭ AM
863382

বিশ্বকাপ দারগোড়ায়;

মেসি, নেইমার ও দেশাম্পকে হত্যার হুমকি দায়েশের (ছবি)

আর মাত্র কয়েক মাস পরে পর্দা উঠতে যাচ্ছে রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ ২০১৮-এর।এ সময় কয়েকটি পোস্টার প্রকাশ করে মেসি, নেইমার ও ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচকে হত্যার হুমকি দিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ২০১৮ ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে রাশিয়ার উপর হামলার বিষয়ে নিজের পরিকল্পনার কথা প্রকাশ করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।কয়েকটি পোস্টার প্রকাশ করে এ হুমকি প্রদান করা হয়েছে।

এর আগে কারগারের লোহার রডের পেছনে লায়নেল মেসির ছবি প্রকাশের পর এবার ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ ডিডিয়ের দেশাম্প ও নেইমারের ছবিও প্রকাশ করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ

দায়েশ কর্তৃক প্রকাশিত এ নতুন পোস্টারে দেশাম্পকে আল্লাহর শত্রু বলে আখ্যায়িত করে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে

প্রকাশিত ঐ পোস্টারগুলোর ব্যাপারে উদ্বিগ্ন আর্জেন্টাইন ফুটবল কর্মকর্তারা। এরই ভিত্তিতে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান এদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করেছেন।

রুশ রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে এ বিষয়টি নিশ্চিত করেছেন যে, বিশ্বকাপ ২০১৮ কোনরকম বাধা-বিপত্তি ছাড়াই অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তা বিষয়ক এ সকল হুমকি এ টুর্নামেন্ট আয়োজনে কোন সমস্যা সৃষ্টি করতে পারবে না। অবশ্য ফরাসীদের জন্য দায়েশের হুমকি নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের যে কয়েকটি দেশ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ফ্রান্স সেগুলোর অন্যতম। ফ্রান্স-জার্মান ফ্রেন্ডলি ম্যাচের রাতে হামলা ফ্রান্সে হামলাগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত। কিন্তু এখনও স্পষ্ট নয় যে, দায়েশ কেন দেশাম্পের বিরুদ্ধে হুমকি দিয়েছে। ফরাসী কোচকে হুমকি দিয়ে প্রকাশিত ঐ পোস্টারের নীচে লেখা রয়েছে, ‘আমরা তোমাকে হত্যা এবং তোমার জীবনকে ধ্বংস করতে সোচ্চার’।

এছাড়া মেসি ও নেইমারেরও একটি পোস্টার প্রকাশ করেছে দায়েশ। তাতে দেখা গেছে মেসিকে হত্যা করা হয়েছে এবং নেইমারও ক্রন্দন করছে।#