আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশিষ্ট চিন্তাবিদ ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) অস্ট্রেলীয় সদস্য ড. আহমাদ আব্দুল মাজিদ হামুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লেবানিজ বংশোদ্ভূত এ অস্ট্রেলিয়ান মুসলিম ব্যক্তিত্ব আহলে বাইত (আ.) এর ইমামগণের উপর বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন।
ড. হামুদ আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। তিনি আহলে বাইত (আ.) এর চিন্তাধারার বিকাশ ঘটাতে সদা সোচ্চার ছিলেন।#
১৫ জানুয়ারী ২০১৮ - ১৬:৪১
News ID: 877552

বিশিষ্ট চিন্তাবিদ ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) অস্ট্রেলীয় সদস্য ইন্তেকাল করেছেন।