আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মাজলিসে ওয়াহদাতে মুসলিমনে পাকিস্তান-এর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘শাফাকাত শিরাজি’, ইরানের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি এ সফরে ইরানের পুলদোখতার শহরের বন্যা কবলিত মানুষদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।#

৮ এপ্রিল ২০১৯ - ০২:২২