ইমাম হোসেন (আ.)'র শুভ জন্মবার্ষিকী ও আইআরজিসি দিবসে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ সদস্যদের সবাই গতকাল (মঙ্গলবার) আইআরজিসি'র ইউনিফর্ম পরে এই বাহিনীর প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। এ সময় তারা 'ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক' বলে স্লোগান দেন। ইরানি সংসদ সদস্যরা বলছেন, তারা এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকাকে এই বার্তাই দিয়েছেন যে ইরানের সব মানুষ আইআরজিসি-কে প্রাণ দিয়ে ভালোবাসে। আইআরজিসি-কে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই বাহিনীর জনপ্রিয়তা নষ্ট করতে পারবে না। প্রসংগত গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।#
১০ এপ্রিল ২০১৯ - ০৭:৪১
News ID: 936321































