আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশেষ আনন্দ মাহফিলের মধ্য দিয়ে খুলনায় পালিত হয়েছে নবুয়্যতি বংশধারার তৃতীয় ইমাম হযরত ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী। কুরআন তেলাওয়াত, কাসিদা ও গজল পরিবেশন, আলোচনা এবং তাবারক বিতরণ ছিল এ মাহফিলের কর্মসূচীর অন্যতম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনার শিক্ষা বিভাগীয় প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. আলী মুর্তাজা।

১১ এপ্রিল ২০১৯ - ১০:৪৩