আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের রাজধানী সানয়া’র রাক্কাস ও রাবাতসহ বেশ কয়েকটি অঞ্চলের আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে মোট ৫২ জন বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছে। ছবিতে হামলায় ধ্বসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে হতাহতদের দেহ।#
১৭ মে ২০১৯ - ১৫:০০
News ID: 942106