‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১৯ মে ২০১৯

৩:১০:১৩ PM
942624

পবিত্র রমজান মাস উপলক্ষে,

হযরত মাসুমা’র মাজারে কুরআন খতমের অনুষ্ঠান (সচিত্র)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রমজান মাস, পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার মাস। এ উপলক্ষে কুরআন খানীর বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে ইরানের কোম শহরে অবস্থিত হজরত ফাতেমা মাসুমা (সা. আ.) এর মাজার পরিচালনাকারী পরিষদ। প্রতিদিন ১ পারা কুরআন শরীফ তারতীল আকারে তেলাওয়াত করেন ইরানের বিশিষ্ট ক্বারীরা। হাজার হাজার জায়ের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে রমজান মাসে কুরআন খতম করছেন। উল্লেখ্য, ইরানের প্রতিটি মহল্লাতেই পবিত্র রমজান মাস উপলক্ষে কুরআন খতম করার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষ নির্বিশেষ সকল বয়সের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে থাকেন।