৪ আগস্ট ২০২০ - ২০:৪১
ভয়াবহ বিস্ফোরণে প্রকম্পিত বৈরুত (ভিডিও)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) ১৫ মিনিটের ব্যবধানে দু’টি ভয়াবহ বিস্ফোরণ লেবাননের রাজধানী বৈরুতকে প্রকম্পিত করেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে, বৈরুত থেকে ২৪০ কিলোমিটারে দূরত্বে অবস্থিত কেবরেস শহরেও তা অনুভূত হয়েছে। (সতর্কবাণী: ভিডিওর শেষাংশে হৃদয়বিদারক কিছু চিত্র রয়েছে)#