১২ মার্চ ২০২২ - ১৮:৫৯
মাজমা’র উচ্চতর পরিষদের ১৯০তম সভা অনুষ্ঠিত (ছবি)

বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থানের ঘোষণা সম্বলিত বিবৃতি প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হল আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) উচ্চরত পরিষদের ১৯০তম সভা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার ১৯০তম সভা গতকাল শুক্রবার (১১ মার্চ-২০২২) দিনব্যাপী অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে ইরানের পবিত্র মাশহাদ শহরে অনুষ্ঠিত হয়েছে।

এতে আয়াতুল্লাহ মুহাম্মাদ হাসান আখতারি ও আয়াতুল্লাহ দুররি নাজাফ আবাদি এবং হুজ্জাতুল ইসলামগণ সৈয়দ আবুল হাসান নাওয়াব, রেজা রামাজানি, আলী আকবার বেলায়েতি, মুহসিন কুম্মি, হাদাভি তেহরানি, সৈয়দ আহমাদ খাতামি, মুহাম্মাদ আরাকি, মুহাম্মাদ মাহদি ঈমানিপুর, হামিদ শাহরিয়ার, আলী আব্বাস (ইরান), মুর্তাজা মুর্তাজা আল-আমেলি (আফ্রিকা), নাবিল আল-হালবাউই (সিরিয়া), হুসাইন আল-মাতুক (কুয়েত), সৈয়দ আম্মার হাকিম (ইরাক), মুঈন দাকীক (লেবানন) ও নাদের জাফার (ভারত)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।#176