গতকাল (মঙ্গলবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি বলেন, “বিস্ময়কর ব্যাপার হচ্ছে গত চার বছরে সারা বিশ্বে যুদ্ধ-বিগ্রহে সব মিলে যত শিশু মারা গেছে তার চেয়ে গত চার মাসে গাজায় অনেক বেশি শিশু মারা গেছে।” তিনি গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনকে শিশুদের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করেন। লাজ্জারিনি বলেন, “এটি হচ্ছে ফিলিস্তিনি শিশু এবং তাদের ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ”।
২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ-বিগ্রহে ১২ হাজার ১৯৩টি শিশু মারা গেছে। এর বিপরীতে গাজা উপত্যকায় গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১২ হাজার ৩০০টি শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।
গত সাত অক্টোবর ইসরাইল ও গাজার প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘাত শুরু হয়। এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরাইলি আগ্রাসনে গাজায় আহত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।#
342/