
১৪ মে ২০২৪ - ০৬:২৯
News ID: 1458429
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তানজানিয়ার রাজধানী ‘দারুস সালামে’ অবস্থিত হযরত যাইনাব (সা. আ.) মাদ্রাসায় বিশেষ আনন্দ মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে হযরত ফাতিমা মাসুমা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী ও বিশ্ব কন্যা দিবস। বিভিন্ন কর্মসূচীর মধ্যে আয়োজিত অনুষ্ঠানটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মাদ্রাসার ছাত্রীদের দ্বারা পরিবেশিত হযরত ফাতিমা মাসুমা (সা. আ.)-এর শানে বিশেষ মানক্বাবাত ও কাসিদা।#
