ওলা বোর্তেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে আন্তঃসংসদীয় ইউনিয়নের অধিবেশনে বলেছেন, হামাস ৭ অক্টোবর যে অভিযান চালিয়েছে তা ছিল সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। জবাবে মানুচেহের মুত্তাকি বলেন, “ইহুদিবাদী ইসরাইলের ৭৫ বছরের অপরাধের বিপরীতে নিপীড়িত হামাসের সবচেয়ে কম এবং বৈধ প্রতিক্রিয়া ছিল ৭ অক্টোবর।”
তিনি বলেন, অভিজ্ঞতা থেকে দেখা গেছে- ফিলিস্তিনি সংকট সমাধানের ক্ষেত্রে কূটনীতি ব্যর্থ হয়েছে; ফলে এখন জবাব দেয়াই একমাত্র পথ। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "যে কারো চেয়ে নরওয়ের লোকজন ভালো জানে যে, ইসরাইলের অপরাধ কূটনীতির মাধ্যমে সমাধান করা গেলে ৩০ বছর আগে স্বাক্ষরিত অসলো চুক্তি কার্যকর হতো।"
মানুচেহের মুত্তাকি বলেন, ইসরাইল এই সমস্ত "ন্যূনতম চুক্তি" এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘের অসংখ্য প্রস্তাব উপেক্ষা করেছে।
তিনি জোর দিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার দায় ফিলিস্তিনের জনগণ বহন করবে না। ইউরোপে ইসলাম ভীতি ছড়িয়ে দেয়ার কারণে ইহুদিবাদ বিরোধী যে মনোবাব সৃষ্টি হয়েছে তার জন্য ফিলিস্তিনিরা কেন মূল্য দেবে? জার্মান নেতা অ্যাডলফ হিটলারের অপরাধের দায় জার্মানিকে নিতে হবে, অন্য কেউ নেবে না। পার্সটুডে
342/