১ জুলাই ২০২৫ - ১৪:০৮
Source: ABNA
সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গিতে আমেরিকান মানবাধিকার বিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গিতে আমেরিকান মানবাধিকার বিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল ইসলামি বিপ্লব শিল্পকলা কেন্দ্রের সুরা হলে অনুষ্ঠিত হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা – আবনা – এর প্রতিবেদন অনুযায়ী, মানবাধিকার যুব সংগঠনের মহাসচিব আনসারি আমেরিকান মানবাধিকার বিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিস্তারিত ঘোষণা করে বলেছেন: "সর্বোচ্চ নেতা কর্তৃক আমেরিকান মানবাধিকার সপ্তাহ নামকরণের দশম বছরে, দশম সম্মেলন আগামীকাল বুধবার, ২ জুলাই সকাল ৮টায় ইসলামি বিপ্লব শিল্পকলা কেন্দ্রের সুরা হলে অনুষ্ঠিত হবে।"

মানবাধিকার যুব সংগঠনের মহাসচিব বলেছেন: "এই সম্মেলন শিয়া বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব হযরত আয়াতুল্লাহিল উজমা মাকারেম শিরাজী (দা.বা.)-এর মূল্যবান বাণী দ্বারা সজ্জিত হবে এবং সম্মানিত শহীদ, গর্বিত কমান্ডার, নিবেদিত পরমাণু বিজ্ঞানী এবং নিপীড়িত জনগণের, বিশেষ করে ইসলামিক মাতৃভূমিতে শত্রুর সাম্প্রতিক আগ্রাসনে অরক্ষিত নারী ও শিশুদের স্মৃতি ও সম্মাননা সহকারে অনুষ্ঠিত হবে।"

আনসারি আরও বলেছেন: "শহীদদের সম্মানিত পরিবারবর্গকে সম্মাননা জানানো এবং আমেরিকান মানবাধিকার প্রকাশে শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সম্মাননা জানানো সম্মেলনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে।"

মানবাধিকার যুব সংগঠনের মহাসচিব সম্মেলনের বক্তাদের পরিচয় করিয়ে দিয়ে বলেছেন: কোম-এর সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রধান হযরত আয়াতুল্লাহ মাহমুদ মোহাম্মদী ইরাকী, বিচার বিভাগের বিচারিক উপপ্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী মোজাফফরি, বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার সদর দফতরের সচিব ড. নাসের সিরাজ, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ মুফিদ হুসাইনি কুহসারি, সিপাহের বর্তমান সর্বাধিনায়ক এর উপদেষ্টা ও সাবেক ওয়ালী আমর সিপাহের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, সংসদ ও প্রবাসী বিষয়ক উপমন্ত্রী ড. ওয়াহিদ জালালজাদেহ এবং মানবাধিকার যুব সংগঠনের মহাসচিব আমিন আনসারি এই সম্মেলনে বক্তব্য রাখবেন।

342/

Your Comment

You are replying to: .
captcha