১ আগস্ট ২০২৫ - ০৬:৩৪
ইসরাইল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না

হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরাইরি সরকার কখনো হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নিতে পারবে না। 

আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আবনা): লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরাইরি সরকার কখনো হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নিতে পারবে না।  ইসরাইলি আগ্রাসনের ক্ষেত্রে যোদ্ধারা সব সময় আত্মরক্ষার জন্য প্রস্তুত।


শেখ নাইম কাসেম শুক্রবার (১৮ জুলাই) রাতে কমান্ডার আলী কারাকির স্মরণে ভাষণকালে তিনি এসব কথা বলেন। 

নাঈম কাসেম বলেন, ‘কমান্ডার আলী কারাকি ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর উম্মাহ শহীদদের মাস্টার সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাঙ্গে শাহাদাত বরণ করেন। শহীদ কারাকি হিজবুল্লাহ সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।’

লেবাননে প্রতিরোধ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের উদ্দেশে শেখ কাসেম বলেন, ১৯৮২ সাল থেকে প্রতিরোধ বাহিনীর সাফল্য অনেক।

Tags

Your Comment

You are replying to: .
captcha