২ আগস্ট ২০২৫ - ০১:৩৩
ইসরায়েলের ৩ সামরিক ঘাঁটিতে হুতিদের ড্রোন হামলা

ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় একযোগে পাঁচটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আবনা): ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় একযোগে পাঁচটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। 


হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তেলআবিব, আশকেলন ও নেগেভ অঞ্চলের তিনটি সামরিক টার্গেটে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ‘অভিযানটি সফল হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, বুধবার সন্ধ্যায় ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত করা হয়। এ সময় কোনো সাইরেন বাজানো হয়নি বলে জানিয়েছে তারা।

২৪ ঘণ্টার ব্যবধানে এটি হুতিদের দ্বিতীয় আক্রমণের দাবি। এর আগের দিন মঙ্গলবারও ইসরায়েলি বাহিনী হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করার কথা জানিয়েছিল।

বুধবারের বিবৃতিতে হুতিরা জানায়, তাদের ড্রোন ইউনিট তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে দখলকৃত ইয়াফা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়, দ্বিতীয় ও তৃতীয় অভিযানে যথাক্রমে আশকেলন ও নেগেভের সামরিক স্থাপনায় দুটি ও একটি ড্রোন ব্যবহৃত হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী পুনরায় জানিয়েছে, তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

উল্লেখ্য, হুতি গোষ্ঠী ২০২৩ সালের নভেম্বর মাস থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে, গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে। তারা ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।

Tags

Your Comment

You are replying to: .
captcha