আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আবনা): স্লোভেনিয়ার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, আমরা মানবাধিকার রক্ষার প্রশ্নে নিরপেক্ষ থাকতে পারি না।
তিনি বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির দাবি আরও জোরালো করা হলো।
গত বছর জুনে স্লোভেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে দেশটি।
ইসরায়েল এই পদক্ষেপে অসন্তোষ জানিয়েছে। দেশটি বলেছে, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আগ্রহ হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরস্কারস্বরূপ। ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর এমন পদক্ষেপ অগ্রহণযোগ্য।
অন্যদিকে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি এবং মানবিক সংকট মোকাবিলা ইস্যুতে এই আলোচনা হয়।
Your Comment